Description
Adhorum,রবিন এডোরাম বাসক, পিপুল, হরিতকি ইত্যাদি আরো প্রয়োজনীয় কিছু ভেষজগুলির একটি সুষম মিশ্রন যা কাশি এবং কফ জনিত সকল শ্বাসরোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। বাসক, যষ্ঠিমধু, পিপুল, হরিতকি, ধাইফুল এর ঔষধি গুনে ভরপুর রবিন এডোরাম দীর্ঘ মেয়াদি কাশি, কফ, শুষ্ক অস্বস্থিকর কাশি, ঠান্ডা, এলার্জি ও ধুমপানজনিত কাশি, বুকে জমা কফ শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রশমক।রবিন এডোরাম সর্ম্পকে বিস্তারিত নিচে বর্ননা করা হয়েছে।
রবিন এডোরাম তৈরির উপাদান
প্রতি ৫ মিঃলিঃ সিরাপে রয়েছেঃ
- বাসকঃ ০.৬৮ গ্রাম
- পিপ্পলীঃ ০.১৪ গ্রাম
- দ্রাক্ষাঃ ০.১৪ গ্রাম
- হরিতকিঃ ৭৩.২৪ মিঃগ্রাঃ
- ধাই ফুলঃ ১.১৪ গ্রাম
- যষ্ঠিমধুঃ ৬.৭৮ মিঃগ্রাঃ
এবং অন্যান্য উপাদান পরিমানমত
সূত্রঃ বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী তৈরী।
নিচে সকল উপাদানের ঔষধি গুন সর্ম্পকে বিস্তারিত বর্ননা করা হলঃ
বাসকঃ বাসকে বিদ্যমান ভেসিসিন নামক অ্যালকালয়েড যা শ্বাসযন্ত্রের জন্য অত্যন্ত কার্যকরি। তাই কাশি, যক্ষা, গলাব্যথায়, বাতের ব্যথা, জন্ডিস ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।
পিপ্পলীঃ পিপুল এ Essential Oil Caryophyllene এর মত উপাদান বিদ্যমান যা শ্বাস,কাস, ফুসফুসজনিত রোগ, হাঁপানি শ্বাস, বুকে জমানো কফ, খুসখুসে কাশি, ধুমপান জনিত কাশি, ঠান্ডা, এলার্জি জনিত সমস্যা, শ্বাস যন্ত্রে সংক্রমন প্রশমক।
দ্রাক্ষাঃ শরীরে আয়রনের ঘাটতি দূর করে পাশাপাশি রক্তে লাল কনিকার পরিমান বাড়ায়। দ্রাক্ষা রক্তস্বল্পতা কমায়, হজমশক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায়।
যষ্ঠিমধুঃ যষ্ঠিমধুকে সাধারনভাবে মুলেঠি বা লিকোরিস বলা হয়। ঔষধিগুন থাকার জন্য বহুকাল ধরে আয়ুর্বেদ এ ব্যাবহার করা হচ্ছে। যষ্ঠিমধু হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস, আলসার, কাশি গলাব্যাথা, একজিমা রোধ করে।
হরিতকিঃ হরিতকি মধ্যে থাকে প্রচুর পরিমানে ভিটামিন সি, আয়রন, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, কপারের মতো খনিজ। হরিতকির পাউডার বা গুঁড়ো অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, এর ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। হজম ক্ষমতা বাড়াতে, কোষ্ঠকাঠিন্য হলে, সর্দি-কাশিতে, হার্টের যত্নে, হরীতকী ব্যবহৃত হয়।
ধাইফুলঃ ধাইফুল রক্তদুষ্টি ও পিত্তজনিত রোগে উপকারি এবং শ্বেতপ্রদর, রক্তপ্রদর ও শুক্রতারল্য নাশক। আমাশয়, রক্ত আমাশয়, অতিসার নাশক এবং যকৃতদোষে উপকারি।
কার্যকারীতাঃ
কফ, শুষ্ক অস্বস্থিকর কাশি, ঠান্ডা, এলার্জি ও ধুমপানজনিত কাশি, বুকে জমা কফ, শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রশমক।
সেবন বিধিঃ
প্রাপ্তবয়ষ্কঃ ১৫-২০ মিঃলিঃ সিরাপ ২/৩ বার আহারের পর অপ্রাপ্তবয়ষ্কঃ ৫-১০ মিঃলিঃ সিরাপ ২/৩ বার আহারের পর অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুসারে সিরাপ সেব্য।
সতর্কতাঃ
আলো থেকে দূরে-ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাহিরে রাখুন। ব্যবহারের পূর্বে বোতল ঝাঁকিয়ে নিন।
প্রস্তুতকারকঃ
রবিন ল্যাবরেটরিজ (আয়ু) লিঃ
আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ।